Matiro Pinjira Vangiya Churiya Gojol Lyrics মাটিরও পিঞ্জিরা ভাঙ্গিয়া চুরিয়া

Matiro Pinjira Vangiya Churiya Gojol Lyrics মাটিরও পিঞ্জিরা ভাঙ্গিয়া চুরিয়া. Bangla Islamic gojol matiro pinjira vangiya churiya ekdinto jaibe pakhi uriya uriya, Chele meye dakiya kole nibe tuliya chumu khaibe chokher pani chariya chariya. Bangla gojol lyrics free download

Matiro Pinjira Vangiya Churiya, matiro pinjira lyrics, bangla gojol, bangla gazal, notun gojol, new gojol, bhalo bhalo gojol, bangla gojol mp3,kalarab
Matiro Pinjira Vangiya Churiya


Matiro Pinjira Vangiya Churiya Gojol Lyrics মাটিরও পিঞ্জিরা ভাঙ্গিয়া চুরিয়া

মাটিরো পিঞ্জিরা ভাঙ্গিয়া চুড়িয়া
একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া
মাটিরো পিঞ্জিরা ভাঙ্গিয়া চুড়িয়া
একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া
ছেলে মেয়ে ডাকিয়া কোলে নিবে তুলিয়া
চুমু খাইবে চোখের পানি ছাড়ীয়া ছাড়িয়া
ছেড়ে যাইবে দুনিয়া মায়ার বাধন কাটিয়া
আজ্বরাইল তো আছে সামনে বসিয়া বসিয়া
মাটিরো পিঞ্জিরা ভাঙ্গিয়া চুড়িয়া
একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া
আজ্বরাইকে দেখিয়া চক্ষু যাইবে উল্টিয়া
পিপাসাতে যাবে ছাতি ফাটিয়া ফাটিয়া
ছেলে মেয়া বসিয়া কাদবে চিতকার মারিয়া
জন্মের তরে বাবায়/মায় যায়রে ছাড়িয়া ছাড়ীয়
মাটিরো পিঞ্জিরা ভাঙ্গিয়া চুড়িয়া
একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া
আলেমগনকে ডাকিয়া গরম পানি করিয়া
সাবান মেখে দেবে গোসল করাইয়া করাইয়া
জানাজা পড়াই মুর্দার খাটে চড়াই
কবরের দেশেতে নিবে কান্দিয়া কান্দিয়া
কবরেতে রাখিয়া মাথার মুষ্ঠি খুলিইয়া
লাফ মারিয়া উঠবে তোমায় ছাড়িয়া ছাড়িয়া
মাটিরো পিঞ্জিরা ভাঙ্গিয়া চুড়িয়া
একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া
বাশের চাল বানাইয়া কলা পাতা বিছাইয়া
মাটি দিবে দুই হাত দিয়া পাড়াইয় পাড়ায়া
বাশবাগানে রাখিয়া সবাই যাইবে চলিয়া
যার যার ঘরে সবাই থাকবে ঘুমাইয়া ঘুমাইয়া
মাটিরো পিঞ্জিরা ভাঙ্গিয়া চুড়িয়া
একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া
এই হলো ভাই দুনিয়া কেহ কারো আপন না
আল্লাহ ছাড়া আরতো আপন পাইবানা পাইবানা
আলেমগন কে ধরিয়া এলেম কালাম শিখিয়া
রোজা নামাজ নাওরে সাথী বানাইয়া বানাইয়া
মাটিরো পিঞ্জিরা ভাঙ্গিয়া চুড়িয়া
একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া
আল্লাহর জিকির করিয়া জবান রাখো ভিজাইিমি
মৃত কষ্ট যাইবে দূরে সরিয়া সরিয়া
নবীর সুন্নাত মানিয়া দরুদ বেসি পড়ীয়া
নবীজিকে যাওরে খুশি করিয়া করিয়া
রোজা নামাজ ছাড়িয়া কবরে পাও দিওনা
জাহান্নামের ইন্দন হইয়া যাইওনা যাইওনা
মাটিরো পিঞ্জিরা ভাঙ্গিয়া চুড়িয়া
একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া
সময় কিন্তু বেশি নাই
নিশ্বাসের আর বিশ্বাস নাই
সময় থাকতে গুনা নাও মাফ করিয়া করিয়া
মাটিরো পিঞ্জিরা ভাঙ্গিয়া চুড়িয়া
একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া

Previous Post
Next Post

post written by:

No comments: