Ke Gorechen Akash Mati Gojol কলরবের শিশু শিল্পীদের কণ্ঠে চমৎকার একটি নতুন হামদ - কলরব শিল্পীগোষ্ঠী

কলরবের শিশু শিল্পীদের কণ্ঠে চমৎকার একটি নতুন হামদ কলরব শিল্পীগোষ্ঠী, কে গড়েছেন আকাশ মাটি অবাক প্রকৃতি বাংলা গজল, Ke gorechen akash mati


কে গড়েছেন আকাশ মাটি অবাক প্রকৃতি বাংলা গজল, কলরবের নতুন গজল, ইসলামিক গজল, কলরবের সংগীত, কলরব শিল্পীগোষ্ঠী, কলরবের নতুন গজল, বিসমিল্লাহ গজল কলরব, কলরব শিল্পীগোষ্ঠী, কলরব গজল, কলরব, গজল কলরব শিল্পীগোষ্ঠী, কে গড়েছেন আকাশ মাটি অবাক প্রকৃতি লিরিক্স

Audio Gojol Mp3
Ke gorechen akash mati mp3 gojol download kalarab gojol download

Ke Gorechen Akash Mati Lyrics কে গড়েছেন আকাশ মাটি অবাক প্রকৃতি লিরিক্স - কলরব শিল্পীগোষ্ঠী

কে গড়েছেন আকাশ মাটি অবাক প্রকৃতি
কে দিয়েছেন ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতী (৩)
বিশ্বনিখিল কোন মহানের ক্ষমতার অধীন (২)
রাব্বুল আলামিন, আমাদের রাব্বুল আলামিন,
রাব্বুল আলামিন, তিনি যে রাব্বুল আলামিন

কে দিয়েছেন সাগর নদী ভরা এতো জল…?
কার ইশারায় অনন্তকাল পাহাড় অবিচল..?(২)
কার ছোঁয়াতে ফুলকলিরা সুরভী ছড়ায়..?
মিষ্টি সুরে বুলবুলিরা কার মহিমা গায়…?
কে ঢেলেছেন মায়ের কোলে শান্তি সীমাহীন..?
রাব্বুল আলামিন, আমাদের রাব্বুল আলামিন,
রাব্বুল আলামিন, তিনি যে রাব্বুল আলামিন। (ঐ)

কে দিয়েছেন মুখের ভাষা, কণ্ঠ ভরা সুর…?
জ্ঞানের আলোয় কে করেছেন অজ্ঞতা বিদূর..?(২)
কে পাঠালেন পথ দেখাতে নবীয়ে রহমাত..?
কার করুণায় আমরা পেলাম ঈমানী দৌলত..?
কে দিয়েছেন জীবন বিধান কুর’আনুল কারীম..?
রাব্বুল আলামিন, আমাদের রাব্বুল আলামিন,
রাব্বুল আলামিন, তিনি যে রাব্বুল আলামিন। (ঐ)

Previous Post
Next Post

post written by:

No comments: