Ek Hou Gojol Lyrics (এক হও) Muhib Khan

 Ek Hou Gojol Lyrics (এক হও) Bangla gojol lyrics. This beautiful Islamic song is sung by Muhib Khan. Ek Hou lyrics are written by Muhib Khan. AK How gojol lyrics, Ak hou gojol, Bangla gojol lyrics 2021

Read Also: Nobijir Dushmon by Sayed Ahmad Kalarab | প্রিয় নবীর অবমাননার প্রতিবাদে জ্বালাময়ী গজল

  • Song: Ek Hou
  • Lyric, Tune & Artist: Muhib Khan
  • Record: Holy Tune Studio
  • Sound Design: Mahfuzul Alam
  • Video Edit: Tawhid Jamil
  • Produced By: Holy Media

এক হও লিরিক Ek Hou Lyrics

বাংলার সব পীর মাশায়েখ ওলামা জনতা জাগোরে আজ
হাতে হাত ধরে এক হও ওরে, বজ্রকন্ঠে তোল আওয়াজ
ওলী আউলিয়া মুজাহিদীনের মেহনতে গড়া এই জমিন
নাপাক বানাতে দেবো না কাউকে মুমিনের এই জায়নামাজ। ২

বল ভেদাভেদ ভুলে গিয়ে আজ হয়ে গেছি মোরা সকলে এক
ওরে দেশ জাতি দ্বীন ঈমানের শত্রুরা সবে তাকিয়ে দেখ। ২
আমাদের বুকে গেঁথে নেব গুলি বাঁচাবো এদেশ, বাঁচাবো দ্বীন। ২

তোরা পারবি না রুখতে মোদের জাগরণী এই কুচকাওয়াজ।
বাংলার সব পীর মাশায়েখ ওলামা জনতা জাগোরে আজ।
হাতে হাত ধরে এক হও ওরে, বজ্রকন্ঠে তোল আওয়াজ।
ওলী আউলিয়া মুজাহিদীনের মেহনতে গড়া এই জমিন।
নাপাক বানাতে দেবো না কাউকে মুমিনের এই জায়নামাজ।

ফিরকা তরিকা মাযহাব আর রাজনীতি নিয়ে কেন লড়াই
মুসলিম নামে এক হও সবে, চেয়ে দেখ আর সময় নাই। ২
তুমি বড় আমি ছোট হতে পারি এ নিয়ে করো না কোন বড়াই। ২
বিপদে আমার পাশে থাকো তুমি, আমিও তোমার লাগবো কাজ।

বাংলার সব পীর মাশায়েখ ওলামা জনতা জাগোরে আজ।
হাতে হাত ধরে এক হও ওরে, বজ্রকন্ঠে তোল আওয়াজ।
ওলী আউলিয়া মুজাহিদীনের মেহনতে গড়া এই জমিন।
নাপাক বানাতে দেবো না কাউকে মুমিনের এই জায়নামাজ।

দেখ নাস্তিক বে দ্বীনেরা সব করে রাজপথে আস্ফালন
তোমরা নিজের মত পথ ধরে বসে রবে ঘরে কতক্ষণ । ২
ভাগে ভাগে দেখো তারা তোমাদের সবারে করবে ধ্বংস লীন । ২
নিজেরা লড়াই করে যাবে আর পেয়ে যাবে পার জুলুমবাজ।

বাংলার সব পীর মাশায়েখ ওলামা জনতা জাগোরে আজ।
হাতে হাত ধরে এক হও ওরে, বজ্রকন্ঠে তোল আওয়াজ।
ওলী আউলিয়া মুজাহিদীনের মেহনতে গড়া এই জমিন।
নাপাক বানাতে দেবো না কাউকে মুমিনের এই জায়নামাজ।

যদি এক হও, যদি এক রও, তোমরাই হবে শক্তিবান।
তোমাদের ঝড়ে উড়ে যাবে সব গুলি বন্ধুক তোপ কামান । ২
ইসলাম আর স্বাধীনতা বুকে জেগে যাবে কোটি মুসলমান। ২
থর থর করে ভেঙ্গে যাবে ওই জালিম শাহীর তখত তাজ।

বাংলার সব পীর মাশায়েখ ওলামা জনতা জাগোরে আজ।
হাতে হাত ধরে এক হও ওরে, বজ্রকন্ঠে তোল আওয়াজ।
ওলী আউলিয়া মুজাহিদীনের মেহনতে গড়া এই জমিন।
নাপাক বানাতে দেবো না কাউকে মুমিনের এই জায়নামাজ।

ওরা ঘরে বসে কথা বলে আর লাফায় চত্বরে
মোরা কথা বলি ময়দানে, থাকি কোটি মানুষের অন্তরে। ২

আমাদের লাঠি ছড়িয়ে রয়েছে সারাবাংলার ঘরে ঘরে। ২
এসো সবে এসো, রাজপথে মেশো দেখাও শক্তি রুদ্র সাজ।

বাংলার সব পীর মাশায়েখ ওলামা জনতা জাগোরে আজ।
হাতে হাত ধরে এক হও ওরে, বজ্রকন্ঠে তোল আওয়াজ।
ওলী আউলিয়া মুজাহিদীনের মেহনতে গড়া এই জমিন।
নাপাক বানাতে দেবো না কাউকে মুমিনের এই জায়নামাজ। ৩

Previous Post
Next Post

post written by:

No comments: