Rohom Chador by Abu Ubayda | রহম চাদর আবু উবায়দা

 Rohom Chador Gojol Lyrics and Mp3 Download রহম চাদর. This beautiful gazal is sung by Abu Ubayda. Rohom Chador lyrics are written by Abu Ubayda, Hossain Noor. আবু উবায়দার গজল, Abu Ubayda new gojol mp3 download, Bangla new gojol mp3 download, Bangla gojol mp3 download

Play Audio Gojol Mp3 Online

Rohom Chador Gojol Mp3 Download by Abu Ubayda রহম চাদর আবু উবায়দা

(Gojol Mp3 Download)

Read Also: Amar Mon Mojaiya Re by Abu Ubayda | মন মজাইয়া | আবু উবায়দা

  • গান : রহম চাদর
  • কথা : আবু উবায়দা, হুসাইন নুর
  • ডিরেক্টর : আবু হুরায়রা
  • সঙ্গীত আয়োজন : কিশোর আহমেদ
  • ফটোগ্রাফি : আবু তৈয়ব 
  • এসিস্টেন ফটোগ্রাফি : এনামুল হক
  • সিনিয়র এসিস্টেন : আনিসুজ্জামান সুমন 
  • আলোক নিক্ষেপন : রতন, মুজিবর
  • স্পেশাল থেংকস : ওসমান গনি
  • পরিচালনায় : উবায়দা প্রোডাকশন
  • লোকেশন : নেহাল গ্রিন পার্ক, কিশোরগঞ্জ।

Rohom Chador Lyrics রহম চাদর আবু উবায়দা

সারাক্ষণ তুমি এ হৃদয়ে থাকো
তুমি ছাড়া কিছু ভালো লাগে না,
কী রহম চাদরে জড়িয়ে রাখো
এই শোকর আদায়ের ভাষা পাই না!

বহমান এ প্রেমের স্রোতধারা
নিয়ে আসে জীবনে স্নিগ্ধ প্রহর
কিভাবে করিলে সিজদাহ্ তোমায়
হবে গোলামের শ্রেষ্ঠ শোকর
কী আবেশ জড়ানো  হিম-বাতাসে
ধেয়ে আসে তব  প্রেম-করুণা

পাপে তাপে ভরা এই জীবনে
আলেয়ার পিছু পিছু ছুটে চলা,
বিরহী মনের কথা তোমায় প্রভু
কেঁদে কেঁদে দু'হাত তুলে বলা।
কী রহম ঢালো এই মন জমিনে
এই রহম ছাড়া মন কিছু চায় না  ||

Previous Post
Next Post

post written by:

No comments: