Tumimoy He Rasul আজকের পৃথিবী তুমিময় হে রাসুল | Gazi Anas Rawshan | ঈমান জাগানিয়া নতুন গজল

 Tumimoy He Rasul Gojol Lyrics Mp3 Bangla New Gojol ঈমান জাগানিয়া নতুন গজল আজকের পৃথিবী তুমিময় হে রাসুল. This beautiful Islamic song is sung by Gazi Anas Rawshan. Tumimoy He Rasul Lyrics are written by Ishak Alomgir. Bangla Notun Gojol Mp3, Gazi Anas Rawshan New Gojol Mp3

Tumimoy He Rasul Gojol Mp3 by Gazi Anas Rawshan ঈমান জাগানিয়া নতুন গজল আজকের পৃথিবী তুমিময় হে রাসুল

Gojol Mp3 Ready✅

Check also: Tajdar-E-Haram by Gazi Anas Rawshan | আলোড়ন সৃষ্টিকারী বড় আয়োজনের নাশীদ

Tumimoy He Rasul আজকের পৃথিবী তুমিময় হে রাসুল | Gazi Anas Rawshan

  • Song: Tumimoy He Rasul
  • Lyric & Tune: Ishak Alomgir
  • Singer: Gazi Anas Rawshan
  • Sound Design: Salman Sadik Saif
  • Producer & Director: Gazi Anas Rowshan
  • Record Label : Heaven Tune Studio Live

Tumimoy He Rasul Lyrics তুমিময় হে রাসুল

আজকের পৃথিবী তুমিময় হে রাসুল!
মুনাফিক-বেদ্বীনেরা দেখেই অবাক
তোমার নাতের সুর বাজে আহা কী মধুর
ওয়ারাফা'না লাকা যিকরাক...... (৩বার)

তুমি এসেছিলে
ভালোবেসেছিলে
সাজিয়েছিলে পুরো বিশ্বটাকে
মানবতা দিয়ে
প্রেম সুধা পিয়ে
ফেরালে যারা ছিলো ঘোর বিপাকে---(২বার)

তুমার আহবানে
সুরেলা গানে গানে
সত্যেরা একসাথে বেঁধেছিলো ঝাঁক।ঐ

তুমি এলে বলে 
উঠছিল জ্বলে
আলোহীন পৃথিবীতে আলোর বাতি
আলো পেয়েছিলো
জ্ঞান শিখেছিলো
আরব, প্যারিস কিবা রোমের জাতি--(২ বার)

মূর্খ অসভ্য বর্বর জাতীকে
তুমি দিয়েছিলে সভ্যতার সবক।ঐ


এখনও কোটী কোটী তোমার আশিক উম্মাত-
জান দিতে প্রস্তুত তোমার তরে,
একবার এসে দেখো জিকরে মুহাম্মাদ, 
আজো বাজে মুমিনের ঘরে ঘরে---
থাকতে দেহে প্রাণ 
তোমারই সম্মান
লুটাতে দেবো না কসম খোদার
প্রয়োজনে এ জীবন 
তোমারই কদমে
নাজরানা দিতে রাজি সহস্র বার--
(২ বার)

তোমার তরে রাসুল
করো তুমি কবুল
মা বাবা আমার সব ফিদা হয়ে যাক।ঐ

Previous Post
Next Post

post written by:

No comments: