Amra Surer Kalarab Gojol Lyrics and Mp3 Download Kalarab Old Gojol Hotashar kalo megh soriye কলরব শিল্পীগোষ্ঠীর যুগপূর্তির সঙ্গীত | আলোর প্রদীপ জ্বালি আমরাই. This beautiful Islamic Song is sung by Kalarab Shilpigosthi. Amra Surer Kolorob Lyrics are written by Imtiaz Masrur. Kolorober Puraton Gojol, Kolorober Old Gojol, Bangla Islamic Gojol
Check Also: Ki hobe Vabte Oshru Jhore | কি হবে ভাবতে অশ্রু ঝরে | Moromi Gojol
Hope you will enjoy our exclusive Gojol, Hamd, Naat, Islamic Nasheed, Bangla Islamic Gojol
If you like our Islamic Gojol please stay connected with us for new gojol.
Amra Surer Kalarab Gojol Lyrics and Mp3 কলরব শিল্পীগোষ্ঠীর যুগপূর্তির সঙ্গীত
- Title: Amra Surer Kalarab
- Lyric & Tune: Imtiaz Masrur
- Singer: Imtiaz Masrur, Sayed Ahmad, Muhammad Badruzzaman & Others
- Sound Design: Ekatto
- Recordist: Mahfuzul Alam
- Recording Studio: Holy Tune Studio
Amra Surer Kalarab Lyrics আমরা সুরের কলরব
হতাশার কালো মেঘ সরিয়ে, আলোর প্রদীপ জ্বালি আমরাই
অশুভ ছায়াই ঢাকা জীবনে, ফুলের বেশাত করি আমরাই (২)
সুরের ভাষাই তুলি জাগরণ,জীর্ণ ঈমানে ওঠে আলোড়ন (২)
আজাদী কাননের শুরোভিত ফুল মোরা সত্যন্যায়ের করি কলরব
কলরব ---(৪)
সুরের মাধুরি দিয়ে ভগ্ন হৃদয়ে তুলি চেতনার ঝড়
বজ্র কঠিন স্বরে হকের আজানে কাটে মিথ্যার ঘোর
জিকিরুল্লার ধ্বনী গাফেল হৃদয়ে পোষে মোহন মায়াই
মুক্তির জয়গানে সবাইকে জড় করি এক মোহনায়
জীবন গড়ার আলোর পথে আমরাই চলি নির্ভিক
মানুষের তরে ভালোবাসা বিলাবো গাইবোনা বিশাদের গীত
সুরের ভাষাই তুলি জাগরণ,জীর্ণ ঈমানে ওঠে আলোড়ন (২)
আজাদী মিছিলের কন্ঠযোদ্ধা মোরা সত্যন্যায়ের করি কলরব
কলরব ---(৪)
আজও যেন শোনা যায় রক্তে আগুন জ্বলা বিপ্লবী সেই চেনা সুর (আইনুদ্দীন আল আজাদ- ২)
বুকের পাজরে ধরে তোমার স্বপ্নধারায় এসেছি এতোটা দূর
সততা আদর্শের দিন বদলের মোরা স্বপ্ন চাষী
যেখানেই হাহাকার নীপিড়িত চিৎকার সেখানে আছি
সুস্থ সংস্কৃতি আলোর মশাল জ্বালী ঈমানি ছোয়াই
কন্ঠে কন্ঠে তুলি স্বদেশের ভালোবাসা গর্বগাথায়
আগামী দিনের স্বপ্ন আশা আমরা করবো পূরন
হারানো দিনের সোনালী অতীত আমরাই করবো ধারন
সুরের ভাষাই তুলি জাগরণ,জীর্ণ ঈমানে ওঠে আলোড়ন (২)
আজাদী মিছিলের কন্ঠযোদ্ধা মোরা মোরা সত্যন্যায়ের করি কলরব
কলরব ---(৪)
শান্তি সুখীর কলরব,সত্য ন্যায়ের কলরব,সাম্য সুখের কলরব,আমরা সুরের কলরব
কলরব কলরব কলরব (৩)
No comments:
Post a Comment