নবী প্রেমের সেরা গজল | Jodi Naat Likhte Likhte | Live Performance by Abu Ubayda

 Jodi Naat Likhte Likhte Chokhe Ghum Chole Ase Gojol নবী প্রেমের সেরা গজল যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে। This beautiful islamic gojol is sung by Abu Ubayda. Jodi Naat Likhte Likhte Chokhe Ghum Chole Ase Lyrics are written by Nur Sajjad. যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে গজল। 

Jodi Naat Likhte Likhte Chokhe Ghum Chole Ase Gojol Details:

  • Performed by Abu Ubayda
  • Lyric & Tune by Nur Sajjad
  • Sound Design, Mix and Master: Khizir Muhammad
  • Manegar : Mahmudul Hasan
  • DOP: Abu Toyab
  • Director: Abu Hurayra

Jodi Naat Likhte Likhte Chokhe Ghum Chole Ase Lyrics যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে লিরিক্স

যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে,
তুমি দেখা দিও রাসুল আমার স্বপনে এসে
তুমি ঘুম পাড়িয়ে দিও রাসুল শিয়রে এসে।

আমি শব্দ গাঁথি গানে তোমার ভাবনায়,
কত সুর মেখে যে তারে মনের মত সাজাই—
যদি মনের মত গাঁথা মনের মত না হয়,
মনের মতই সাজিয়ে দিও গান আমার হেসে।

কভু লেখার ফাঁকে যদি ডাকে তোমায় হৃদয়,
তুমি নূর মদিনা ছাড়ি আসবে কি গো নিশ্চয়?
যদি রাখো সত্যি সত্যি চরণ পাপীর ঘরে,
জীবন কাটিয়ে দেব তার ছাপের চারপাশে।

লিখে এই বাসনায় আহমদ গজল নাতে পাক,
হয় আসবে ভাঙা ঘরে, নয় পড়বে তোমার ডাক।
যোগ্যতার বেহাল দশা, তবু কিসের হতাশা?
তার আশা-ভরসা তুমি, তোমায় ভালোবাসে।



Related Gojol 👇

Previous Post
Next Post

post written by:

No comments: