Jodi Naat Likhte Likhte Gojol by Qari Abu Rayhan | যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে

 Jodi Naat Likhte Likhte Gojol Lyrics and Mp3 Download যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে গজল লিরিক্স এবং অডিও। This Beautiful Islamic Gojol is covered by Qari Abu Rayhan. Jodi Naat Likhte Likhte Lyrics are written by Nur Sajjad. যদি নাত লিখতে লিখতে লিরিক্স। কারী আবু রায়হানের কণ্ঠে যদি নাত লিখতে লিখতে গজল। 

আশা করছি আমাদের শেয়ার করা গজল গুলো আপনাদের অনেক ভালো লাগছে। আমারা দারুন দারুন কিছু ইসলামিক অ্যাপ তৈরী করেছি এবং সেই অ্যাপগুলো (Google Play Store) থেকে ডাউনলোড করে ব্যবহার করে দেখার অনুরোধ রইলো। আশা করছি অ্যাপ গুলো ব্যবহার করে আপনাদের অনেক ভালো লাগবে। ধন্যবাদ ❤❤

Hope you will enjoy our exclusive Gazal, Hamd, Naat, Islamic Nasheed, and Bangla Islamic Gojol, You'll get here Bangla gojol lyrics and mp3 on our website. Don't forget to Visit regularly "https://www.banglagojol.xyz/"


Gojol Details:
  • Performed by Qari Abu Rayhan
  • Lyrics and tune by Nur Sajjad
  • Sound design & mix , & master : Tanvir khan
  • Video Director : Boni amin
  • GFX : Arafat Mahmud

Jodi Naat Likhte Likhte Lyrics যদি নাত লিখতে লিখতে লিরিক্স

যদি নাত লিখতে লিখতে, চোখে ঘুম চলে আসে
তুমি দেখা দিও, রাসুল আমার স্বপনে এসে
যদি নাত গাইতে গাইতে, চোখে ঘুম চলে আসে
তুমি ঘুম পাড়িয়ে দিও, রাসুল শিওরে এসে

আমি শব্দ গাথি গানে তোমার ভাবনায়
কত সুর মেখে যে তারে, মনের মতো সাজাই ২
যদি মনের মতো গাঁথা, মনের মত না হয়-২
মনের মতই সাজিয়ে দিও গান আমার হেসে
আ-আআ-আ – গান আমার হেসে—–ঐ

কভু লেখার ফাঁকে যদি, ডাকে তোমায় হৃদয়
তুমি নূর মদিনা ছাড়ি, আসবে কিগো নিশ্চয় ২

যদি রাখ সত্যি সত্যি চরণ পাপীর ঘরে
জীবন কাটিয়ে দিব তার ছাপের চারপাশে
আআআআ – ছাপের চারপাশে ——-ঐ

লিখে এই বাসনায় আহমক, গজল নাতে পাক
হয় আসবে ভাঙ্গা ঘরে নয় পরবে তোমার ডাক

যোগ্যতার বেহাল দশা তবু কিসের হতাশা
তার আশা ভরসা তুমি তোমায় ভালোবাসে
আআআআ- তোমায় ভালোবাসে

যদি নাত লিখতে লিখতে, চোখে ঘুম চলে আসে
তুমি দেখা দিও, রাসুল আমার স্বপনে এসে
যদি নাত গাইতে গাইতে, চোখে ঘুম চলে আসে
তুমি ঘুম পাড়িয়ে দিও, রাসুল শিওরে এসে

তুমি দেখা দিও, রাসুল আমার স্বপনে এসে
তুমি ঘুম পাড়িয়ে দিও, রাসুল শিওরে এসে




Related Gojol:
Previous Post
Next Post

post written by:

No comments: