লাথি মার ভাংরে তালা কলরব। Lathi Mar Vangre Tala Gojol by Kalarab

Lathi Mar Vangre Tala Gojol Lyrics and Mp3 Download লাথি মার ভাংরে তালা কলরব। This Beautiful Islamic Gojol is sung by Kalarab. Lathi Mar Vangre Tala Lyrics are written by Jakaria Bin Zahir. লাথি মার ভাংরে তালা কলরবের জ্বালাময়ী গজল। কলরবের নতুন গজল। 

আশা করছি আমাদের শেয়ার করা গজল গুলো আপনাদের অনেক ভালো লাগছে। আমারা দারুন দারুন কিছু ইসলামিক অ্যাপ তৈরী করেছি এবং সেই অ্যাপগুলো (Google Play Store) থেকে ডাউনলোড করে ব্যবহার করে দেখার অনুরোধ রইলো। আশা করছি অ্যাপ গুলো ব্যবহার করে আপনাদের অনেক ভালো লাগবে। ধন্যবাদ ❤❤

Hope you will enjoy our exclusive Gazal, Hamd, Naat, Islamic Nasheed, and Bangla Islamic Gojol, You'll get here Bangla gojol lyrics and mp3 on our website. Don't forget to Visit regularly "https://www.banglagojol.xyz/"


Gojol Details:
  • Song Lathi Mar Vangre Tala
  • Singer: Abir Hasan & Others
  • Lyric: Jakaria Bin Zahir
  • Tune : Muhammad Badruzzaman
  • Record Label: Holy Tune
  • Sound Design: Khizir Muhammad

Lathi Mar Vangre Tala Lyrics লাথি মার ভাংরে তালা লিরিক্স

লাথি মার ভাঙরে তালা বন্দিশালার খুলরে দুয়ার..(২)

জুলুমের কারখানা সব ভাঙরে ওরে ভাঙ কারাগার।(২)

জালিমের অত্যাচারে মরছি কেন আজ অবধি,

প্রয়োজনে রাজপথে ফের যাক বয়ে যাক রক্তনদী।(২)

 

বিচারির নাইরে বিচার নাইরে আচার এই শহরে।

নাটকের সব কাচারি ভেঙ্গে ফেল ওই লাত্থি মেরে,

জালিমের বদ্ধ ঘরে থাকবে কত আর কত আর। (ঐ)

 

শোণিতের কণায় কণায় জ্বলছে অনল বদলা নেয়ার,

অচিরেই দেখবে ওরে ঘটবে নিদান সব ক্ষমতার।(২)

বিকেলে ফাঁসির রশি দেখবে গলে সব জালিমের,

বিজয়ের মুচকি হাসি ফুটবে মুখে মাজলুমানের।

ঠেটাদের ধরলে ঘাড়ে বলবে ওরে দেশটা কাহার। (ঐ)

 

আয়রে ওমর খালিদ মুহাম্মদের সৈনিকেরা,

জালিম ওই হীরক রাজার তখত তাউস কররে গুড়া,(২)

জ্বেলেদে অনল শিখা মীরজাফরের সিংহাসনে।

ভিনদেশী পেইড দালালের ঠাঁই হবে না এই অতনে,

তুলোরে আওয়াজ তোলো লা ইলাহা ইল্লাল্লাহর।..(ঐ)




Related Gojol:

Previous Post
Next Post

post written by:

No comments: