Sijda Dile Jaynamaze Gojol Lyrics and Mp3 by Abu Ubayda । সিজদা দিলে জায়নামাজে

 Sijda Dile Jaynamaze Gojol Lyrics and Mp3 Abu Ubayda New Gojol সিজদা দিলে জায়নামাজে গজল। This Beautiful Islamic gojol is sung by Abu Ubayda. Sijda Dile Jaynamaze Lyrics are written by Abu Ubayda. Sijda Lyrics Islamic Gojol, আবু উবাইদার নতুন ইসলামিক গজল। 


Gojol info:

  • Word, Tune & Performed by Abu Ubayda
  • Sound Design: Mh Tamim
  • Management: Mahmudul Hasan 
  • Director: Abu Hurayra

Sijda Dile Jaynamaze Lyrics সিজদা দিলে জায়নামাজে লিরিক্স

সিজদা দিলে জায়নামাজে
বেহেশতি ঘ্রান পাই খুজে পাই (২)
মরন যেন সিজদাতে হয়
কবুল করো এই চাওয়াটাই (২)


খুব খুশি হও সিজদা দিলে
কোরআন খুলে তা পেয়েছি
সিজদা দিলে তোমায় মিলে
সিজদার রঙ গায়ে মেখেছি
পাহাড় সম দুঃখ এলেও 
আমি শুধু তোমাতে ধাই (ঐ)


সিজদা কবুল হয় যদি গো
ভয় নাই কোনো পরপাড়ে
নির্ভার হয়ে থাকবো বসে
ভয়াবহ কাল হাশরে
তাইতো সিজদায় পড়ে থাকি
এমনও সুখ কোথাও না পাই  (ঐ)


পিপাসাতে কাতর হলে
কাওসারে দিল শিতল করো
পুলসিরাত পুল পাড়াপাড়ে
চাই গো তোমার অনুগ্রহ
ঘোর বিপাকে প্রতিক্ষণে 
সাহস পাঠিও সহসাই (ঐ) 


প্রভু সইতে পারবোনা হায়
ভয়াল আজাব কবর ঘরের 
সিজদা রত জওয়াব দেবো
মুনকার নাকিরের সওয়ালের
সিজদায় নির্দয় ফেরেশতাদের 
শাস্তির সাহস নাই নাহি নাই (ঐ) 


আমার গুনাহর পাল্লা ভারি
তাইতো  আমি সিজদাতে রই
প্রতি বারের ভূলের পরে
সিজদা নিয়ে হাজিরা হই
গোলাম তোমার বড়ই পাপী
তোমার দয়ার সাগরে হারাই (ঐ)

সুবহে সাদিক হওয়ার আগে
তোমায় সিজদার তাউফিক দিও
দিও তোমার রহম ঢেলে
নিও প্রিয় করে নিও
দিন শেষে সে তুমিই আপন 
বার বার তোমার করুনা চাই (ঐ)


এমন সিজদা চাইগো দিতে
তুলবে ডেকে প্রভু তুমি
ডাকবে তোমার কুদরতী ঠোঁট
ওরে পাগল এবার ওঠ
এই পাগলের মনের আশা
সিজদায় শুধু তোমারে চাই (ঐ)




Related Gojol:

Previous Post
Next Post

post written by:

No comments: